ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিগত ছয় মাসে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান বাড়ল আরো ৩শতাংশ

সাপ্তাহিক দেশের মানচিত্র
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিগত ছয় মাসে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান বাড়ল আরও ৩শতাংশ

দেশের মানচিত্র, ২৩ সেপ্টেম্বর ২৪

বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও মূল্যবান মুদ্রার তালিকায় ৩য় অবস্থান ধরে রেখেছে আফগানি মুদ্রা। চলতি বছরে মুদ্রাটির মান আরও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের (১৪০৩ হিজরি সৌরসাল) প্রথম ৬মাসে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান ৩শতাংশ বেড়েছে। বর্তমানে ৬৯.৯ আফগানি’র বিপরীতে মিলছে ১ ডলার। ‘কার্যকর মুদ্রানীতি বাস্তবায়ন ও দেশ থেকে অর্থের চোরাচালান রোধ’ এই সাফল্যের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী।

 

ক্ষমতায় এসে তালেবান সরকার উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। দেশের অভ্যন্তরীণ বাজারে বিদেশি মুদ্রার লেনদেন নিষিদ্ধ করেছিল তালেবান প্রশাসন। ফলে দেশীয় মুদ্রাবাজারে আফগানি মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রবাসে থাকা আফগান নাগরিকগণ তাদের উপার্জিত অর্থ স্বদেশে প্রেরণ করছেন। তারা নিজ দেশে সম্পত্তি ক্রয় করছেন ও বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন।

 

এছাড়া সম্প্রতি আফগানিস্তানে তাজা ফলসহ বিভিন্ন দেশীয় পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রতিবেশী দেশসমূহের সাথে দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ফলে প্রাকৃতিক সম্পদসহ একাধিক খাতে দেশী-বিদেশি বিনিয়োগ ক্রমেই বেড়ে চলেছে। এই সকল কারণে আফগানি মুদ্রার মান বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: