বিগত ছয় মাসে ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান বাড়ল আরও ৩শতাংশ
দেশের মানচিত্র, ২৩ সেপ্টেম্বর ২৪
বিশ্বের সবচেয়ে স্থিতিশীল ও মূল্যবান মুদ্রার তালিকায় ৩য় অবস্থান ধরে রেখেছে আফগানি মুদ্রা। চলতি বছরে মুদ্রাটির মান আরও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের (১৪০৩ হিজরি সৌরসাল) প্রথম ৬মাসে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান ৩শতাংশ বেড়েছে। বর্তমানে ৬৯.৯ আফগানি'র বিপরীতে মিলছে ১ ডলার। 'কার্যকর মুদ্রানীতি বাস্তবায়ন ও দেশ থেকে অর্থের চোরাচালান রোধ' এই সাফল্যের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী।
ক্ষমতায় এসে তালেবান সরকার উল্লেখযোগ্য সংখ্যক অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। দেশের অভ্যন্তরীণ বাজারে বিদেশি মুদ্রার লেনদেন নিষিদ্ধ করেছিল তালেবান প্রশাসন। ফলে দেশীয় মুদ্রাবাজারে আফগানি মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে। প্রবাসে থাকা আফগান নাগরিকগণ তাদের উপার্জিত অর্থ স্বদেশে প্রেরণ করছেন। তারা নিজ দেশে সম্পত্তি ক্রয় করছেন ও বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন।
এছাড়া সম্প্রতি আফগানিস্তানে তাজা ফলসহ বিভিন্ন দেশীয় পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। প্রতিবেশী দেশসমূহের সাথে দেশটির বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। ফলে প্রাকৃতিক সম্পদসহ একাধিক খাতে দেশী-বিদেশি বিনিয়োগ ক্রমেই বেড়ে চলেছে। এই সকল কারণে আফগানি মুদ্রার মান বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সম্পাদক : শহীদুল্লাহ কাসেমী , প্রকাশক : মোহাম্মদ নাজমুল হক
মোবাইল : ০১৭১১২৯১৯১৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত