গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
জেলা ইমাম পরিষদ যশোরের ব্যানারে অদ্য ০৭/০৪/২০২৫ ঈসাব্দ রোজ সোমবার বাদ আছর যশোরের দড়াটানা ভৈরব চত্ত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে আহুত বৈশ্বিক ধর্মঘটের সঙ্গে যশোর জেলাসহ বাংলাদেশের সর্বস্তরের মুসলমানকে একাত্মতা এবং এতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান জেলা ইমাম পরিষদ যশোরের নেতৃবৃন্দ। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দল-মত নির্বিশেষে অংশ নেন যশোরের হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা। স্লোগানে স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে বিক্ষোভে ফেটে পড়েন মিছিলে অংশগ্রহণকারীগণ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। জেলা ইমাম পরিষদ যশোরের নেতৃবৃন্দ গোটা মুসলিম বিশ্বকে জায়নবাদী ইসরাইল এবং তাদের সহযোগীদের সকল পণ্য বয়কটের মাধ্যমে সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হওয়ার ডাক দেন।
মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাসউদুর রহমান, মুফতি উবায়দুল্লাহ শাকির, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মাওলানা আবু হুরায়রা, মুফতি তাওহিদুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।