কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর নতুন কমিটি গঠন উপলক্ষে নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কওমী ছাত্রদের একতা ফিরিয়ে আনবে মানবতা এই স্লোগান কে সামনে রেখে গতকাল ২৮ তারিখ রোজ শুক্রবার কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর ২৫/২৬ সেশনের কমিটি গঠন উপলক্ষে নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল ২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।

কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর সভাপতি মাওলানা রায়হান হুসাইন
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ওবায়দুল্লাহ শাকির , যশোর শহরের সুনামধন্য দ্বীনি মাদারিস আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস ও দড়াটানা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী আমানুল্লাহ কাসেমী, যশোর জামিয়া ইসলামিয়া রাজারহাট এর সম্মানিত শিক্ষা সচিব মুফতী মাগফুর রহমান যশোরী, এবং যশোর কমিউনিটির সম্মানিত প্রেসিডেন্ট ডাঃ রাইয়ান হাসার, প্রমুখ।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা রায়হান হুসাইন, সভাপতি কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর।
প্রোগ্রামে ৫৬ জন নবীন আলেমদেরকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের মাঝে সম্মাননা স্মারক ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে এবং ২৭ জন জুলাই বিপ্লবে অগ্রগামী ভুমিকার থাকা বিপ্লবীদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত প্রোগ্রামে যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, খুলনা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দেড় শতাধিক নবীন আলেম ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বক্তব্য দিচ্ছেন যশোর আল-জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আমানুল্লাহ কাসেমী
উক্ত প্রোগ্রামে ২০২৫/২৬ শিক্ষা বর্ষের কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়,
সভাপতি- রায়হান হুসাইন, সহকারী মাসিহুর রহমান ও হাবিবুর রহমান, সেক্রেটারি- খালিদ সাইফুল্লাহ সহকারী- জারীর হুসাইন ও রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- আব্দুল্লাহ, সহকারী- তারেক ও আজিজ, প্রচার সম্পাদক- আরিফ বিল্লাহ, সহকারী- ইমাম হুসাইন অর্থ সম্পাদক- ইয়াসিন আফসার, দপ্তর সম্পাদক- আব্দুল্লাহ আল মাসুম, সহকারী- ইব্রাহিম খলীল, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক- উনাইস মুহাম্মাদ সাজিদ, ছাত্র কল্যান সম্পাদক- হুসাইন আহমাদ, সমাজ কল্যান সম্পাদক- আলামীন আল আনসারী, সহকারী রাহিমুন হোসেন রিজভী, কার্যকরী সদস্য- রাকিবুল ইসলাম,আহনাফ কুতুব,মামুন পারভেজ।

সাংবাদিক, লেখক ও গবেষক উনাইস মুহাম্মাদ সাজিদ এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাগফুর রহমান যশোরী সহ ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ