ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তারাবিহর বিশেষত্ব: কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর নেতৃত্ববৃন্দের অনুভূতি প্রকাশ

সাপ্তাহিক দেশের মানচিত্র
মার্চ ২০, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

তারাবিহর বিশেষত্ব: কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর নেতৃত্ববৃন্দের অনুভূতি প্রকাশ

 

তারাবিহ নামাজ রমযান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত। তাই মুসলিমরা এ সময় আল্লাহর কাছে আরও বেশি নেকি লাভের জন্য এই নামাজটি যত্নসহকারে পড়ার চেষ্টা করেন।

এটি একটি বিশেষ নামাজ, যা রমযান মাসের রাতে আল্লাহর নিকট আরও বেশি নিকট হতে সহায়তা করে। মহানবী (সা.) বলেছেন, “যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা করে, সে রমযান মাসে তারাবিহ নামাজ পড়বে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেবেন।” (বুখারি)

 

কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর শুরা প্রধান হাফেজ মাওলানা মুফতী দেলোয়ার হুসাইন দেশের মানচিত্রকে বলেন,

হাফেজ সাহেবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের কাজের প্রতি পূর্ণ সততা এবং ইখলাস বজায় রাখা। তারাবিহ নামাজে বেশি সময় এবং পরিশ্রম ব্যয় হয়, তবে এই পরিশ্রমকে আল্লাহর রিজিক হিসেবে গ্রহণ করে, শুধুমাত্র তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করুন। প্রতিটি রুকু, সিজদা এবং কোরআন তিলাওয়াতে আল্লাহর নিকট আপনার উদ্দেশ্য হতে হবে নিখাদ।

 

কোরআনের হেফাযত ও সঠিক তিলাওয়াত:

হাফেজ সাহেবদের জন্য তারাবিহ নামাজে কোরআন তিলাওয়াতের সঠিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করতে হবে, যাতে শ্রোতারা এর মর্ম এবং তাফসির বুঝতে পারে। শব্দের উচ্চারণ ও মাখরাজ সঠিকভাবে উচ্চারণের জন্য সবসময় সতর্ক থাকুন। প্রতিটি হরফ ও শব্দ আল্লাহর বাণী, এবং তাকে যথাযথভাবে আদায় করতে হবে।

 

কোরআন স্মরণ ও আত্মবিশ্বাস:

যেহেতু আপনি কোরআনের হাফেজ, তারাবিহ নামাজে কোরআনের পুরো সুরা অথবা আয়াত তিলাওয়াত করা কঠিন হতে পারে। তবে, আপনার হেফাযত এক ধরনের অনুপ্রেরণা। নিয়মিত কোরআন তিলাওয়াতের মাধ্যমে আপনার হৃদয়ে আল্লাহর কালাম গভীরভাবে প্রবাহিত থাকবে এবং তা আপনাকে আরো দৃঢ়তার সাথে নামাজে মনোযোগী করতে সাহায্য করবে। তিলাওয়াতের সময় আপনার হৃদয়ে এই কালামটিকে অনুভব করুন।

 

মানসিক ও শারীরিক প্রস্তুতি:

তারাবিহ নামাজ দীর্ঘ হতে পারে, এবং শারীরিকভাবে একে পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। তাই, শরীরের খেয়াল রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বিশ্রাম নিন, খাদ্য এবং পানীয়ের দিকে মনোযোগ দিন, যেন আপনার শক্তি অটুট থাকে। শারীরিক প্রস্তুতির সাথে মানসিক প্রস্তুতিও অত্যন্ত জরুরি; হৃদয়ে একাগ্রতা তৈরি করার জন্য আল্লাহর স্মরণে থাকা প্রয়োজন।

 

শ্রোতাদের প্রতি সহানুভূতি ও দয়া:

তারাবিহ নামাজে যারা শুনছেন, তাদের প্রতি সহানুভূতি রাখা গুরুত্বপূর্ণ। অনেক সময় শ্রোতারা কষ্ট পাচ্ছেন, বিশেষ করে যারা দুর্বল, বৃদ্ধ বা অসুস্থ। তাদের প্রতি সহানুভূতি ও দয়া দেখান, যেন তারা সহজেই নামাজটি শেষ করতে পারে। দীর্ঘ তারাবিহ নামাজের সময় শ্রোতাদের প্রতি যত্নবান এবং সুশৃঙ্খল হন।

 

আল্লাহর কাছে দোয়া:

আপনি যেহেতু কোরআন হেফাযতের মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন, তাই সর্বদা আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনার কোরআন তিলাওয়াতকে মাকবুল করে নেন এবং আপনার নামাজে ইখলাস, একাগ্রতা এবং স্থিরতা দান করেন।

 

নামাজের প্রতি ইচ্ছাশক্তি:

হাফেজ সাহেব হিসেবে তারাবিহ নামাজ পরিচালনা করা কঠিন হতে পারে, তবে এই কষ্টে আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার রয়েছে। তাই কখনও ক্লান্তি বা অবহেলা না করে, দৃঢ়তার সাথে নামাজে দাঁড়ান এবং পুরোপুরি আত্মনিয়োগ করুন।

আল্লাহ তাআলা আপনার প্রতিটি পদক্ষেপকে অযুত সওয়াবের মাধ্যমে পূর্ণ করুন।

 

কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর সেক্রেটারী হাফেজ মাওলানা রায়হান হুসাইন বলেন,

রায়হান হুসাইন ২০১৩ সালে হিফজ শেষ করে ২০১৩ সালেই তারাবি পড়ানো শুরু করেন। বয়স কম থাকায় প্রথম বছর মহিলাদের তারাবি দিয়ে তার শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছয় দিনের খতম পড়িয়েছেন একবার পাঁচ দিনের খতম পড়িয়েছেন দুইবার এবং দশ দিনের খতম পরিয়েছেন তিনবার, তাছাড়া বাকি বছরগুলোতে দেশের রেওয়াজ অনুযায়ী ২৭ দিনের খতম তারাবি পড়িয়ে আসছেন তিনি।চলতি ২০২৫ এ তারাবি পড়াচ্ছেন যশোরের হামিদপুরে চাঁদপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ।

 

তিনি দেশের মানচিত্রকে আরো বলেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যেন তারাবির এই খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করার তৌফিক দান করেন।

কারণ কোরআন শরীফ ইয়াদ রাখার জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো নিয়মিত তারাবি পড়ানো।

কিন্তু বর্তমানে মসজিদে থেকে হাফেজের সংখ্যা বেশি হওয়ার কারণে অনেকে তারাবির সুযোগ পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মসজিদের ভরসায় বসে না থেকে বাসা বাড়িতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে ছোট আকারে জামাত করে হলেও খতম তারাবি পড়ানোর চেষ্টা করেন।

আমাদের কোরআনে কারীম ইয়াদ রাখার জন্য আরো একটা সহজপন্থা হলো নিয়মিত তেলাওয়াত করা।

 

হাফেজ সাহেবের জন্য সংক্ষিপ্ত নসিহত:

হাফেজ সাহেবগণ, তারাবিহ নামাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আপনার প্রতিটি তিলাওয়াত যেন খালিস ইখলাস ও মনোযোগ দিয়ে হয়। কোরআনের সঠিক তিলাওয়াত ও উচ্চারণে সতর্ক থাকুন এবং শ্রোতাদের প্রতি সহানুভূতি দেখান। শারীরিক প্রস্তুতি নিন, যাতে আপনি দীর্ঘ নামাজে স্থির থাকতে পারেন। সর্বোপরি, আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার প্রতিটি আমল কবুল হয় এবং তাঁর নৈকট্য লাভ করতে পারেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনি কাজকে কবুল করুন। আমিন।

 

কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল হুসাইন এর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি দেশের মানচিত্রকে বলেন,

আলহামদুলিল্লাহ এবার খতমে তারাবির অনুভূতিটা আমার একটু ব্যতিক্রম, যে মসজিদে আমি খতমে তারাবি পড়াচ্ছি সেই মসজিদের আমি ইমাম ও খতিব, উক্ত মসজিদে গত ৩০ বছর যাবত কখনো খতমে তারাবি হয়নি, মুসল্লিদের খতমে তারাবির ব্যাপারে ও কোরআনের মু’যিযা সম্পর্কে বোঝানোর পর তারা খতমে তারাবির জন্য উৎসাহিত হয়েছিলেন। বর্তমানে তারা প্রফুল্ল মনে উৎসাহিত হয়ে খতমে তারাবি আদায় করতেছেন। এ অনুভূতি বোঝানোর মত নয়। আলহামদুলিল্লাহ নিজের কাছে অনেক ভালো লাগে। এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যে সকল মসজিদে খতমে তারাবি হয় না, সে সকল মসজিদের মুসল্লিদেরকে খতমে তারাবির জন্য উৎসাহিত করুন।

 

হাফেজ সাহেবদের জন্য পরামর্শ :-

অনেক হাফেজ সাহেব আছেন যাদের ব্যস্ততার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত করার সুযোগই হয় না, রমজান মাস তাদের জন্য এক অন্যতম সুযোগ কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য, এইজন্য এই মাসকে গুরুত্বসহকারে কাজে লাগানোর আহ্বান। এবং যারা খতমে তারাবি পড়ান তাদের প্রতি উদাত্ত আহবান থাকবে যে, তেলাওয়াত যেন অতিরিক্ত তাড়াতাড়ি না হয়ে যায়, স্বাভাবিকভাবে হদর তেলাওয়াতের আহ্বান থাকবে।

 

 

কওমী ছাত্র ঐক্য পরিষদ যশোর এর অন্যতম দায়িত্বশীল  হাফেজ ক্বারি ইমাম হুসাইন,

তিনি দীর্ঘ নয় বছর যাবত তারাবি পড়িয়ে আসছেন এবং বর্তমানে তিনি যশোরের ক্যান্টনমেন্ট জামে মসজিদে তারাবিহর নামাজের ইমামতি করছেন।

 

দেশের মানচিত্রকে বলেন, তারাবি পড়ানো যেমনটা সহজ তেমনটা অনেকের জন্য কঠিন। আসলে আমরা যারা কুরআনকে সারাজীবন বুকে আকড়ে ধরে রাখতে চাই তারা অবশ্যই কিন্তু নিয়মিত কালামুল্লাহ শরিফ তিলাওয়াত করি, আর এই নিয়মিত তিলাওয়াতের দ্বারা ইয়াদ টা মজবুত থাকে, তখন রমাদানে তারাবি পড়ানো সহজ হয়ে উঠে। আর আমরা যারা হাফেজগণ আছি আমরা চেষ্টা করবো পবিত্র কালামুল্লাহ শরিফ নিয়মিত তিলাওয়াত করবো এবং প্রতিবছর খতমে তারাবি পড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে জীবনের শেষ রামাদান পর্যন্ত এই দায়িত্ব পালনের তাওফিক চাই’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: