ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির ব্যবস্থা করুন-
কেন্দ্রীয় মহিলা ইউনিট ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের মোয়াললিমা মিসেস নুরুস সাবিহা, সহকারি মোয়াললিমা মিসেস কোহিনুর বেগম ও সমন্বয়কারী মিসেস হাফেজা বুশরা এক বিবৃতিতে দেশে চলমান খুন ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নারীর অধিকার সুরক্ষায় ধর্ষক ও নিপীড়নকারীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আজ গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেপের সেঞ্চুরি উদযাপন করতে দেশবাসী প্রত্যক্ষ করেছে, খাদিজা,মিতু আর তনুরা , মাদ্রাসা ছাত্রী ইয়াসমিনরা ন্যায় বিচার পাননি। পতিত সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করলেও কোন বিচার ই আলোর মুখ দেখেনি।২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিচার হীনতার সংস্কৃতি দেশবাসী আর দেখতে চায়না।
তাঁরা বলেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২৪ এ আট বছরে ৫৩৯জন শিশু ধর্ষণের শিকার হয়েছে,খুন হয়েছে ৪হাজার ৩৮৯ জন শিশু।সকল খুন ও ধর্ষণ এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশ কে নারী শিশুসহ সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য করার আহবান জানান।
তাঁরা কুরআন নাজিলের মাসে কোরানের অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ইসলামী জীবন ব্যবস্থাই হচ্ছে নারীমুক্তির রক্ষাকবচ। মাগুরার আসিয়ার ধর্ষণকারী নরপশুদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে,যাতে প্রিয়ভূমি বাংলাদেশে আর কোন নরপশু এহেন জঘন্য আচরণ করার দুঃসাহস না দেখায়।
বিবৃতিতে নারী দিবস উপলক্ষে পুরুষকে নারী সাজিয়ে রাষ্ট্রীয় পুরস্কার দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে নারী জাতিকে অপমান করা হয়েছে।