ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভা “ফিতরা ও যাকাতের নিসাব ধার্য” বিষয়ে অনুষ্ঠিত

সাপ্তাহিক দেশের মানচিত্র
মার্চ ৬, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভা “ফিতরা ও যাকাতের নিসাব ধার্য” বিষয়ে অনুষ্ঠিত

 

আজ ০৬/০৩/২০২৫ বৃহস্পতিবার জেলা ইমাম পরিষদ, যশোরের অস্থায়ী কার্যালয় বায়তুচ্ছালাম জামে মসজিদে জেলা ইমাম পরিষদ যশোরের উপদেষ্টা ও যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান-এর সভাপতিত্বে জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভা “ফিতরা ও যাকাতের নিসাব ধার্য” বিষয়ে অনুষ্ঠিত হয়।

পরামর্শ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা হামিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, মুফতি সামসুর রহমান, মাওলানা নাজিরুদ্দীন, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি কামরুল আনওয়ান নাঈম, মুফতি আব্দুর রহীম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতী আব্দুল্লাহ, মুফতি আনওয়ারুল ইসলামসহ প্রমুখ যশোর জেলা ফতোয়া বোর্ড ও ইমাম পরিষদের নেতৃবৃন্দ।

উক্ত পরামর্শ সভায় যশোরের বাজার মূল্য যাচাই পূর্বক ফিতরা ও যাকাতের পরিমাণ বিষয়ে নিম্ন বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়

 

ধার্যকৃত ফিতরার পরিমাণ

• আটা আটা হিসাবে ধার্যকৃত ফিতরা ১০০ টাকা।

যব : যব হিসাবে ধার্যকৃত ফিতরা ৪০০ টাকা।

• খুরমা খুরমা হিসাবে ধার্যকৃত ফিতরা ১,৬৫০ টাকা।

• কিশমিশ: কিশমিশ হিসাবে ধার্যকৃত ফিতরা ২,১৫০ টাকা। পনির: পনির হিসাবে ধার্যকৃত ফিতরা ২,৯৭০ টাকা।

 

ফিদয়াহ-এর পরিমাণ

• প্রত্যেক রোযার পরিবর্তে সর্বনিম্ন ফিদয়াহ-এর পরিমাণ ১০০ টাকা।

উল্লিখিত ফিদয়াহ-এর সর্বনিম্ন পরিমাণ প্রতি রোজার পরিবর্তে কেবলমাত্র মা’জুর ব্যক্তি যে বার্ধক্য অথবা অসুস্থতার কারণে রোজা রাখতে পুরোপুরি অক্ষম এমনকি পরবর্তীতেও রোজা রাখার সক্ষমতা অর্জনের সম্ভাবনা নেয়, তার জন্য প্রযোজ্য।

 

যাকাতের ধার্যকৃত নিসাব

• যাকাতের ধার্যকৃত নিসাব ৯৫,০০০ টাকা।

অতএব, ৯৫,০০০/= (পঁচানব্বই হাজার টাকা) অথবা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক হলে এবং এই সম্পদ এক বছরকাল স্থায়ী থাকলে তার জন্য যাকাত আদায় করা ফরয।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: