ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া।

সাপ্তাহিক দেশের মানচিত্র
জানুয়ারি ২৫, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষ পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উষ্ণতার ছোঁয়া।

 

শীতবস্ত্র বিতরণ ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সারাদেশে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই অংশ হিসেবে শনিবার সকাল ৯ টায় যশোর জেলার সদর উপজেলার জেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নত মানের একটি কম্বল, একটি শাল চাদর ও একটি শীতের টুপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে তানযীমুল কুরআন মাদরাসা যশোর এর পরিচালক মুফতি সাইফুল ইসলাম যশোরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম হাফি. ।

বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেন্ট্রাল প্রতিনিধি জনাব শোয়াইব আহমাদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যশোর জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন , কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ রায়হান হোসাইন, সৈয়দ আরিফুল ইসলাম ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আস সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় স্বেচ্ছাসেবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দক্ষিণ অঞ্চলের যশোর জেলায় তীব্র শীতের কারণে প্রতিবছর দরিদ্র ও অসহায় মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করে তারা বলেন, এ ধরনের কার্যক্রম দেশের অসহায় মানুষদের কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে শীতবস্ত্র বিতরণ ছাড়াও তারা বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে স্থানীয়দেরও সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: