বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে
আজ ১৬ জানুয়ারি-২৫ রোজ বৃহস্পতিবার যশোর শহরের খুলনা স্ট্যান্ড মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিসের তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান । তিনি খেলাফত কি কেন এবং খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। তিনি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সাপ্তাহিক মাসিক এবং নিয়মিত কর্মসূচি সমূহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা আব্দুল কাদের, জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ সহ জেলা ও উপজেলা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।