ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আসছে “কবর” শিরোনামে সাহলানের নতুন মরমী সংগীত

সাপ্তাহিক দেশের মানচিত্র
অক্টোবর ১২, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আসছে সাহলানের নতুন মরমী সংগীত “কবর”

দেশের মানচিত্র, ১২ অক্টোবর ২৪

আসছে সাহলান শিল্পী গোষ্ঠীর সেরা আয়োজনে মরমী সংগীত ‘কবর’ শিরোনামে। গত শুক্রবার (১১ অক্টোবর) “কবর” গজলের শুটিং এর সকল কাজ সমাপ্ত হয়। আগামী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাহলানের ইউটিউব চ্যানেল সংগীতটি রিলিজ হবে।

মরমী সংগীতে কণ্ঠ দিয়েছেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন সাহলানের নির্বাহী পরিচালক ও প্রধান সঙ্গীত প্রশিক্ষক আবু দারদা। ভিডিও মেকিং করেছেন এইচ আর মিডিয়া। সংগীতটির সাউন্ড ডিজাইন করেছেন কষ্ট খান।

এর আগে সাহলানের একাধিক ইসলামিক নাশিদ ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের কাছে ভালো রেসপন্স পেয়েছে সংগীতটি।

সাহলান এর সিনিয়র শিল্পী নাইমুর রহমান বলেন,মরমী সংগীত বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারার প্রতিনিধিত্ব করে। সাহলানের পক্ষ থেকে সব সময়ই ব্যতিক্রমী ও উন্নত মানের সংগীত প্রকাশ পায়, যা দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। কবর ও মউতের নিদর্শন হিসেবে এ সংগীতেও আছে ভিন্নতা। বিশেষত এর সুর শ্রোতাদের মনে গভীর প্রতিক্রিয়া তৈরি করবে ইনশাআল্লাহ।

জনপ্রিয় লেখক ও গবেষক মুহাম্মাদ সাজিদ বলেন, হৃদয়গ্রাহী মরমী সংগীত মানুষের অন্তরকে ছুঁয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর মাধ্যমে প্রেম, দুঃখ, আত্মিক খোঁজ ও সমাজের অসঙ্গতি প্রকাশিত হয়। মরমী সংগীতের গায়করা সাধারণত অনুভূতিপ্রবণ ভাষা ও সুর ব্যবহার করেন, যা শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। ঠিক তেমনই ভাবে আবু দারদা ভাই “কবর” সঙ্গীত সাজিয়েছেন তার মনের মাধুরী দিয়ে।

আমাদের এই ‘কবর’ সংগীতের কিছু বৈশিষ্ট্য:

১. আধ্যাত্মিকতা: ধর্মীয় ও আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করে।

২. সহজ ভাষা: সাধারণ মানুষের জীবনের গল্প সহজ ভাষায় ফুটিয়ে তোলে।

৩. সুর: সুরগুলি সাধারণত মৃদু ও হৃদয়গ্রাহী, যা শোনার সময় শ্রোতাদের মনে প্রশান্তি এনে দেয়।

মরমী সংগীতের প্রভাব ও জনপ্রিয়তা দেশের সংস্কৃতিতে গভীরভাবে দৃশ্যমান, যা মানুষকে একত্রিত করে এবং জীবনের নানা উপলব্ধির সঙ্গে যুক্ত করে। আশা করছি সাহলানের এবারের ‘কবর’ শিরোনামে যে সঙ্গীত রিলিজ হবে সেটা দর্শকদের কাছে সবচেয়ে পছন্দের তালিকায় স্থান নিবে ইনশাআল্লাহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: