ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
দেশের মানচিত্র, ১ অক্টোবর ২০২৪
ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা।
মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর সম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদের এই জঘন্য কটূক্তি নতুন কিছু নয়। ২০২২ সালেও বিজেপির নেত্রী নুপুর শর্মা আমাদের কলিজার টুকরা নবীজীকে নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করেছিল। সে সময় সারা বিশ্বের মুসলমানগণ প্রতিবাদে ফুঁসে উঠায় এবং গণহারে ভারতীয় পণ্য বয়কট করায় নুপুর শর্মার নেতারা মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। নেতা কর্মীরা বলেন , ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানেকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে। তৌহিদী জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উচিত জবাব দিতে আপনারা আজ থেকে সর্বতভাবে ভারতীয় পণ্য বর্জন করুন এবং তা অব্যাহত রাখুন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস যশোর জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলার আহ্বায়ক মাওলানা রমিজউদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-আহ্বায়ক মাওলানা বেলায়েত, মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সহ-সভাপতি হাফেজ আবু তাহের সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলার দায়িত্বশীলবৃন্দ।