শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর
বিরুদ্ধে এমন অপবাদ সহ্য করা যায় না-ইহসানুল হক
সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন শাইখুল হাদীস আল্লামা আজিজুল রহ. সম্পর্কে মিথ্যা অপবাদ সম্বলিত একটি চিঠি সম্প্রতি প্রকাশ পেয়েছে। কিংবদন্তি এই আলেমেদ্বীনের ইন্তেকালের বারো বছর পর, প্রায় ত্রিশ বছর আগের ঘটনা নিয়ে এমন মিথ্যা অপবাদ কেউ দিতে পারে -তা আমরা কল্পনাও করতে পারি না।
ব্যবসায়ী প্রতিষ্ঠান ডিবিএল এর কর্ণধার জনাব আব্দুর রহিম স্বাক্ষরিত চিঠিতে হাজার হাজার আলেমের উস্তাদ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের সম্পর্কে তারা লিখেছে-
“মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে নিয়োগ লাভের পর পরই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং এর পরিপ্রেক্ষিতে বিগত ১-৮-১৯৯৯ ইং তারিখের ৮৯ তম অধিবেশনে তিনি স্বেচ্ছায় প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করে শুধুমাত্র শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ হন। কিন্তু এরপরেও তিনি একাধিকবার আইন ভঙ্গ করার দায়ে বিগত ১১-০১-২০০১ ইং তারিখের ১০০তম অধিবেশনে তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।
এখানে সরাসরি তারা শাইখুল হাদীস রহ. কে অনিয়ম ও দুর্নীতির অপবাদ দিয়েছেন।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে-
উল্লেখ্য, মাওলানা আজিজুল হক অব্যাহতি দেয়ায় তিনি ক্ষুব্ধ হইয়া তাহার দলীয় লোকজন লইয়া লাঠি সোটা এবং অস্ত্র-শস্ত্র সজ্জিত হইয়া বিগত ৩-১১-২০০১ তারিখে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় প্রবেশ করে এবং বোমাবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করে মাদ্রাসাটির দখলে লইয়া লন এবং মাদ্রাসার বৈধ কমিটির সদস্যদেরকে মাদ্রাসা থেকে জোরপূর্বক বের করে দেন।
এরচেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে! বরেণ্য এ আলেমকে নিয়ে এ ধরনের অপবাদ নিঃসন্দেহে ভয়াবহ রকম ধৃষ্টতা। ডিবিএল এর কর্ণধার আব্দুর রহিম, মুজাম্মেল গংদের এই বাড়াবাড়ি সহ্য করা যায় না।
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক আজ দুনিয়াতে নেই। স্বাধীনতা পরবর্তী এই দেশে এলমে হাদীসের খেদমত এবং জাতীয় রাজনীতিতে তার অনন্য অবদান এদেশের মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকেন। তাকে নিয়ে এমন মিথ্যাচার আমাদেরকে ক্ষুব্ধ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।