বন্যা কবলিত মানুষের পাশে আল্লামা আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশন : চলছে পুনর্বাসনের পরিকল্পনা
দেশের মানচিত্র, ১ সেপ্টেম্বর ২৪
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া'র মুহতামিম মাওলানা শাব্বির আহমাদ রশীদের নেতৃত্বে গতকাল ৩১ আগস্ট শনিবার ফেনী জেলার সোনাগাজি, ফুলগাজি, পরশুরাম, দাগন ভূইয়া, ছাগল নাইয়া সহ সর্বমোট ৬টি উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে এই ফাউন্ডেশন এবং ত্রাণ বিতরণের সময় সাথে ছিলেন ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য।
তারা বলেন, আমরা বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ, চাউল, মুসুরির ডাল, সয়াবিন তেল, হলুদের গুড়া, মরিচের গুড়া, চিনি, লবন, চিড়া, মুড়ি, গুড়, খেজুর, বিস্কুট, বিশুদ্ধ পানি, মোমবাতি, লাইটার (গ্যাস লাইট), স্যালাইন, শিশু খাদ্য, প্রাথমিক ঔষধ, পরিধেয় কাপড়, স্যানিটারি ন্যাপকিন সহ নিত্যপ্রয়োজনীয় পন্য বিতরণ করা হয়।
তারা বলেন, আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকা নিয়ে ১৪০০ ফ্যামিলির একটা টার্গেট করছিলাম প্রতিটি প্যাকেটে ২৪ আইটেম যার মূল্য আসে প্রায় ২০০০ টাকা।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, কিছু জায়গা পানি নামতে শুরু হয়েছে আবার কোথাও পানি নেমে গেছে তবে এখনো চলাচল উপযুক্ত হয়নি। আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে তাদের পাওনা পৌঁছে দিতে, সেখানে যেয়ে দেখি অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে এবং কিছু জায়গা এমন পাওয়া গেছে যেখানে এখনো কেউ তাদের কাছে খাবার পৌঁছেনি।
আগামীর পরিকল্পনা উল্লেখ করে বলেন, আমরা পানি কমে যাওয়ার পর পুনঃর্বাসন কার্যক্রমের প্রকল্প হাতে নিয়েছি এবং তাদের সহায়তা প্রদান করব। দেশবাসীর আন্তরিক সহযোগিতা ও আল্লাহর রহমতে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
সম্পাদক : শহীদুল্লাহ কাসেমী , প্রকাশক : মোহাম্মদ নাজমুল হক
মোবাইল : ০১৭১১২৯১৯১৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত