ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আজ রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে

সাপ্তাহিক দেশের মানচিত্র
আগস্ট ২৪, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হবে। এই ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। যা কর্ণফুলী নদীতে যেয়ে পড়বে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও রাঙ্গামাটি জেলা প্রশাসক। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, গেট খুলে দেয়ার পর এতে ৯০০০ সি এফএস পানি নিষ্কাশন হবে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কাপ্তাই বাঁধের পানির ধারণ ক্ষমতা সাধারণত ১০৯ এমএসএল। তবে ১০৮ এমএসএল হলেই বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে।

শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭.৭০ এমএসএল পর্যন্ত পানি রয়েছে। যা রাতের মধ্যে ১০৮ অতিক্রম করবে। তাই রাত ১০টার দিকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া পানি ছাড়ার পরবর্তী ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: